কৃষ্ণকলি~রবীন্দ্রনাথ ঠাকুর

Updated on October 19, 2023 in Poem
0 on October 19, 2023
কৃষ্ণকলি আমি তারেই বলি। 
         কালো তারে বলে গাঁয়ের লোক। 
মেঘলাদিনে দেখেছিলেম মাঠে
         কালো মেয়ের কালো হরিণ চোখ। 
ঘোমটা মাথায় ছিল না তার মোটে, 
মুক্তবেণী পিঠের 'পরে লোটে। 
           কালো? তা সে যতই কালো হোক, 
           দেখেছি তার কালো হরিণ-চোখ। 

ঘন মেঘে আঁধার হল দেখে
        ডাকতেছিল শ্যামল দুটি গাই, 
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
         কুটির হতে এস্ত এল তাই। 
আকাশ-পানে হানি যুগল ভুরু
শুনলে বারেক মেঘের গুরুগুরু। 
         কালো? তা সে যতই কালো হোক, 
          দেখেছি তার কালো হরিণ চোখ। 

পুবে বাতাস এল হঠাৎ ধেয়ে, 
        ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ। 
আলের ধারে দাঁড়িয়ে ছিলেম একা, 
মাঠের মাঝে আর ছিল না কেউ। 
আমার পানে দেখলে কিনা চেয়ে, 
আমিই জানি আর জানে সে মেয়ে, 
         কালো? তা সে যতই কালো হোক, 
         দেখেছি তার কালো হরিণ চোখ। 

এমনি করে কালো কাজল মেঘ
          জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। 
এমনি ক'রে কালো কোমল ছায়া
           আষাঢ় মাসে নামে তমাল-বনে। 
এমনি ক'রে শ্রাবণ-রজনীতে
হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। 
          কালো? তা সে যতই কালো হোক, 
           দেখেছি তার কালো হরিণ-চোখ। 

কৃষ্ণকলি আমি তারেই বলি, 
           আর যা বলে বলুক অন্য লোক। 
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে
           কালো মেয়ের কালো হরিণ-চোখ। 
মাথার  'পরে দেয়নি তুলে বাস, 
লজ্জা পাবার পায়নি অবকাশ। 
 
            কালো তা সে যতই কালো হোক, 
             দেখেছি তার কালো হরিণ-চোখ। 
 
  • Liked by
Reply
A1 : writing a graduation message for yourself is a great way to celebrate your hard work and achievements. Despite psg’s dominance, it was maccabi haifa who struck first. The mystery of the 2000 year old antikythera mechanism strange chambers.