সার্থক জনম আমার (Sarthak Janam Amar) – রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)

Updated on October 23, 2023 in Poem
0 on October 23, 2023

সার্থক জনম আমার

          জন্মেছি এই দেশে, 

সার্থক জনম মা গো, 

            তোমায় ভালবেসে। 

জানিনে তোর ধন-রতন, 

          আছে কিনা রানির মতন, 

শুধু জানি আমার অঙ্গ জুড়ায়

          তোমার ছায়ায় এসে। 

কোন্ বনেতে জানিনে ফুল, 

          গন্ধে এমন করে আকুল, 

কোন্ গগনে ওঠে রে চাঁদ

           এমন হাসি হেসে। 

আঁখি মেলে তোমার আলো

         প্রথম আমার চোখ জুড়াল, 

ওই আলোতে নয়ন রেখে

         মুদব নয়ন শেষে।। 

 
  • Liked by
Reply
Macc dundee archives who is flip huston ?. Created for free using wordpress and. Gestalt (2014) – cecilia arditto delsoglio.