Tumi Je Kaj Korcho Amay (তুমি যে কাজ করছ আমায়) ~ রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)

Updated on October 23, 2023 in Poem
0 on October 23, 2023

তুমি যে কাজ করছ, আমায়
সেই কাজে কি লাগাবে না।
কাজের দিনে আমায় তুমি
আপন হাতে জাগাবে না?
ভালোমন্দ ওঠাপড়ায়
বিশ্বশালার ভাঙাগড়ায়
তোমার পাশে দাঁড়িয়ে যেন
তোমার সাথে হয় গো চেনা।

 

ভেবেছিলেম বিজন ছায়ায়
নাই যেখানে আনাগোনা,
সন্ধ্যাবেলায় তোমায় আমায়
সেথায় হবে জানাশোনা।
অন্ধকারে একা একা
সে দেখা যে স্বপ্ন দেখা,
ডাকো তোমার হাটের মাঝে
চলছে যেথায় বেচাকেনা।

৬ আষাঢ়, ১৩১৭
(গীতাঞ্জলি কাব্যগ্রন্থ)

 
  • Liked by
Reply
One significant ethical concern is the potential for bias in ai systems. Determine your pricing strategy – whether it’s premium, competitive, or value based. The real winner of 2024 euro | goal line gossip.